Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাতেই ভর্তি রাতেই মৃত্যু হলো সিলেটের গোলাপগঞ্জে প্রথম কোন করোনা রোগীর

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ মে, ২০২০, ৯:৫৯ এএম

সিলেটের গোলাপগঞ্জে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে এক চিকিৎসকের। রাতে ভর্তি বুধবার দিবাগত রাত দেড়টায় শহীদ শামসুদ্দিন হাসপাতালে মৃত্যু বরণ করেন আবুল কাশেম (৪০) নামের ওই চিকিৎসক। তার বাড়ি পাশ^বর্তী বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মালপাড়ায়। তবে গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের বসবাস সহ ওই বাজারে তার একটি ফার্মেসী ব্যবসা রয়েছে। রাতে আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহীন। বুধবার রাত ১০টায় সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন হলে রাত সাড়ে ১ টায় খবর আসে মৃত্যুবরণ করেছেন তিনি। এই করোনা রোগী পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের প্রথম রোগীর সংস্পর্শে এসেছিলেন। উল্লেখ্য, গত ১৯মে ডাঃ আবুল কাশেমের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে বুধবার (২০ মে) ১০টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গোলাপগঞ্জ উপজেলায় এ পর্যন্ত করোনা সনাক্ত হয়েছে ২৫ জনের। এর মধ্যে ৩জন সুস্থ হয়েছেন।



 

Show all comments
  • জাবেদ ২১ মে, ২০২০, ১০:১১ এএম says : 0
    দেশে আর বেশি বেশি করোনা টেস্ট করা দরকার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ