মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জার্মানির মিউনিখে বিপণিবিতানে অস্ত্রধারীদের হামলায় হতাহতের খবরে উল্লাস প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্যভিত্তিক জিহাদি গোষ্ঠী আইএস সমর্থকরা। গত শুক্রবার সন্ধ্যায় মিউনিখের অলিম্পিয়া শপিং মলে এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। একাধিক অস্ত্রধারী হামলায় অংশ নিলেও কয়েক ঘণ্টায়ও কাউকে গ্রেপ্তার করতে পারেনি জার্মান পুলিশ। একে সন্ত্রাসী হামলা বলে ধারণা করছেন তারা। হামলার খবর জানাজানির পর আইএস সমর্থকরা সোস্যাল মিডিয়ায় সন্তোষ জানিয়ে পোস্ট দেন। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদের ইসলামিক স্টেটের লোকদের সমৃদ্ধি দাও, বলা হয়েছে এক টুইটে। আরেক টুইটে বলা হয়, ইসলামিক স্টেট ইউরোপে বিস্তৃত হচ্ছে। গত সোমবার শরণার্থী এক আফগান কিশোর জার্মানির এই প্রদেশের ভুর্সবুর্গ শহরে ট্রেনের ভেতরে ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালান। পরে পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে ট্রেনের যাত্রী হংকংয়ের চার নাগরিক এবং স্থানীয় একজনকে কুপিয়ে আহত করেন তিনি। গত শুক্রবারের হামলার আগে জার্মানির বিচারমন্ত্রী হাইকো মাস একটি পত্রিকাকে বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে এটা স্পষ্ট যে, জার্মানি এখনও হামলার টার্গেট হয়ে আছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।