বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেছারাবাদে ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব চলছে। ২০ মে (বুধবার)সন্ধ্যা থেকে শুরু হয়েছে বাতাসের জোড় গতিবেগ। জোয়ারের পানিতে প্লাবিত হয়ে গেছে উপজেলার অসংখ্য রাস্তাঘাট। তবে এখন পর্যন্ত কোন জানমালের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখার পূর্ব পর্যন্ত সন্ধ্যা থেকে উপজেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে বাতাসের জোড় গতিবেগ।
বুধবার বিকেল থেকে উপজেলার কিছু কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে গেলেও নিজ ঘর ছেড়ে বের হইনি বেশির ভাগ মানুষ। বাতাসের জড়ো গতিবেগ অব্যাহত থাকায় এখনো মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটছে বলে খবর পাওয়া গেছে।
উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস জানান, এখানে ঝড় শুরু হওয়া মাত্রই আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ আসছে। তাদের জন্য সেখানে চাহিদানুযায়ি পর্যাপ্ত শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।