বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষয়ক্ষতি কমাতে উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বলেশ্বর নদ তীরবর্তী কয়েক হাজার পরিবার ইতো মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের নেতৃত্বে বুধবার সকালে বলেশ্বর নদের মাঝের চর থেকে শতাধিক পরিবারকে মূল ভূখন্ডে আনা হয়। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া লোকজনের খাবারসহ যাবতীয় ব্যবস্থা প্রসাশন গ্রহন করেছে। পুলিশ প্রসাশন আশ্রয় কেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা করেছে।
বুধবার জোয়ারের পানিতে বলেশ্বর নদ তীরবর্তী বড় মাছুয়ার বিস্তৃর্ণ এলাকার বেরিবাধ ভাঙ্গন এলাকা পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।
এদিকে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে মঙ্গলবার বিকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি ও দমকা বাতাস হচ্ছে। বাতাসের বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বুধবার দুপুওে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল তলিয়ে যায়। সর্বত্র উদ্বেগ উতকন্ঠা বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।