বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গতকাল রাতে ঈশ্বরদীর আইকে রোডের ভেলুপাড়া নামক স্থানে দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ মটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। এরা হলো ঈশ্বরদী শহরের আমীন পাড়ার সাঈদের ছেলে রাসেল (২৬) মধ্য অরনখোলার আলী আহসানের ছেলে মুশফিক (১৮) ও ভেলুপাড়ার আকমলের ছেলে শিমুল (২২)। এদের মধ্যে রাসেল ও শিমুলের অবস্থা আশংকাজনক।
জানাগেছে, বৈরী আবহাওয়ার কারনে দ্রুতবেগে আসার সময় উল্লেখিত স্হান অতিক্রম করার সময় দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ছিটকে পড়ে উল্লেখিত মটোর সাইকেল আরোহীরা গুরুতর রক্তাক্তজখম হয়। স্হানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে রাসেল ও শিমুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে উক্ত দুজনেই মৃত্যুর সাথে পান্জা লড়ছে বলে জানাগেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।