বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আরো ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে সিলেটের গোলাপগঞ্জে। একজন পৌরসভার টিকরবাড়ি এলাকার বৃদ্ধ (৬৫)। এছাড়া ৫০ ও ৪৭ বছরের অপর দুই ব্যক্তিও হয়েছে আক্রান্ত। তাদের বাড়ি উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জে। তারা উপজেলার টিকবাড়ি এলাকার প্রথম করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শ পেয়েছিলেন।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিস্বর চৌধুরী জানান, মঙ্গলবার ১৯ মে রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে রিপোর্ট পজেটিভ হয় নমুনা পরীক্ষা গত ১৪ মে গোলাপগঞ্জ পৌরসভার টিকবাড়ি এলাকার করোনায় আক্রন্ত হন এক বৃদ্ধ। পরে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ও সন্দেহভাজনদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে। প্রথম দফা পরীক্ষার ফলাফলে ১৩ জনের পজেটিভ আসে ওই টিকবাড়ির। এবার করোনা পজেটিভ পাওয়া গেল আরোও ৩জনের। টিকবাড়ির করোনা আক্রান্তদের আতœীয় আছিরগঞ্জের ওই ২ ব্যক্তি।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিস্বর চৌধুরী জানান, লকডাউন করা হয়েছে আক্রান্তদের বাড়ি। আপাতত তাদের চিকিৎসা চলবে বাড়িতেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।