Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে সুপার সাইক্লোন আম্পানের প্রভাব

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০২০, ২:৪৩ পিএম

নাটোরের লালপুরেও প্রভাব পড়েছে সুপার সাইক্লোন আম্পানের। বুধবার (২০ মে) ভোর থেকে লালপুর জুড়ে আকাশ কালো মেঘে ঢেকে এসে মাঝারি থেকে ভারী আকারের বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়া বইতে শুরু করেছে। আম্পানের প্রভাবে উপজেলার প্রতিটি সড়ক ছিলো জনশূণ্য বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাহিরে বের হতে দেখা যায়নি। তবে আম্পানের প্রভাবের অনেকটাই চিন্তাই রয়েছেন উপজেলার আম ও লিচু চাষীরা। তারা বলেন, ‘এই বছর এমনিতেই আম-লিচু বিক্রয় নিয়ে হতাশায় আছি তার পরেও আবার এই দুর্যোগ। শেষ মহুর্তে যদি এমন ঝড় হয় তাহলে পাকা আম ও লিচু সব শেষ হয়ে যাবে।’

আবহাওয়া অধিদফতর সুত্রে জানাগেছে, ‘আম্পানের আগের পূর্বাভাস পরিবর্তন হয়েছে। এখন বুধবার দুপুরের পরে বিকাল বা সন্ধ্যা নাগাদ আম্পান বাংলাদেশের উপকূল অতিক্রম করবে। এরইমধ্যে দেশের আবহাওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে। ঢাকাসহ উপকূলের জেলা গুলোতে এখন বৃষ্টি হচ্ছে। রাতে কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আম্পান যত এগিয়ে আসবে ঝড়ো হাওয়া ও বৃষ্টির পরিমান ততো বৃদ্ধি পাবে।’

এদিকে দুপুরে ১টার দিকে আম্পানের সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতিতে জরুরী সাড়াদানের লক্ষ্যে নাটোর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা করেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা জুড়ে গুরি গুরি বৃষ্টি হচ্ছিলো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় আম্ফান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ