Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রাণ বিতরণে দলীয়করণ-আত্মীয়করণ করা যাবে না: মন্নাফি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মে, ২০২০, ১:১৬ পিএম | আপডেট : ৭:৩৩ পিএম, ২০ মে, ২০২০

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি বলেছেন, হতদরিদ্র অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করতে হবে। এ নিয়ে কোন রকমের দলীয়করণ, আত্মীকরণ করা যাবেনা। এই দুর্যোগ কাটিয়ে উঠতে আমাদের সবাইকে একসাথে একযোগে কাজ করে যেতে হবে।

আজ বুধবার ঢাকা দক্ষিণের ৪৪ ও ৪৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে নিম্নআয়ের মানুষ এবং দরিদ্রদের খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

মন্নাফি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সকল কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মহানগর আওয়ামী লীগের ত্রাণ সামগ্রী আপনাদের কাছে পৌছে দেয়া হয়েছে, আপনারা আপনাদের এলাকার হতদরিদ্র অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। কোন রকমের দলীয়করণ, আত্মীকরণ করা যাবেনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ