Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিনে আক্রান্ত ৪৩, নোয়াখালীর চৌমুহনী বাজার থেকে করোনা ছড়াচ্ছে

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ৮:৩৩ পিএম

নোয়াখালীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৯০জন। এরমধ্যে শুধু বেগমগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা ১০৬জন। বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে করোনা ছড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে।

বৃহত্তর নোয়াখালীর প্রধান বানিজ্য নগরী চৌমুহনী বাজারে প্রতিদিন কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। ফলে এখান থেকে করোনা ছড়িয়ে পড়ছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে চৌমুহনী বাজার হচ্ছে উদ্বেগের স্থান। চৌমুহনী বাজারে লোকসমাগমের পাশাপাশি সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, বেগমগঞ্জ উপজেলায় যেহারে করোনা রোগী বাড়ছে, তাতে উদ্বেগের সৃষ্টি হচ্ছে। ফলে এখানে আইসোলেশনের সংখ্যা বাড়াতে হবে। নাহয় নতুনভাবে আক্রান্তদে চিকিতসা দিতে সমস্যা সৃষ্টি হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ