Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমফান দুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপির আহ্বান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ৪:০২ পিএম | আপডেট : ৪:০৪ পিএম, ১৯ মে, ২০২০

দেশের উপকূলের দিকে ধেয়ে আসা সুপার সাইক্লোন আম্পানে দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বলেন, আরেক বিপদের ওপর খাড়ার ঘা আসছে। একটা সাইক্লোন আসছে যে বলা হচ্ছে ক্যাটাগরি ফাইভ। খুবই বড় রকমের একটা বিপর্য্য় আসতে যাচ্ছে। আমাদের দলের সকল নেতা-কর্মীদের কাছে এই আহবান থাকলো এই দুযোর্গের পরপরই যেন জনগনের পাশে দুর্গতদের পাশে দাঁড়াতে পারেন তার ব্যবস্থা তারা গ্রহণ করবেন।

বিএনপি মহাসচিব সরকারের প্রতি আহবান রেখে বলেন, আমরা আশা করব কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রাণহানি যেন কম হয় তার জন্য তারা ব্যবস্থা নেবেন এবং জনগণ যেন কিছুটা হলেও এই দুযোর্গ থেকে তারা মুক্তি পেতে পারে তার ব্যবস্থা নেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আম্পান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ