Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগড়ে প্রথম এক ল্যাব টেকনিশিয়ান করোনা সনাক্ত

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ১২:০৮ পিএম

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় এ প্রথম এক স্বাস্থকর্মী করোনায় সনাক্ত হয়েছেন।
রামগড় উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডাঃ জিনাত রেহানা বিষয়টি নিশ্চিত করে এ প্রতিনিধিকে জানান, স্বাস্থ্যকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব টেকনিশিয়ান পদে চাকরি সুবাদে ঐ পদে অতিরিক্ত দায়িত্বে ছিলেন। আক্রান্ত ব্যক্তিকে আপাতত হাসপাতাল কোয়াটারে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান।

এদিকে রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম বদরুদ্দোজা বলেন-আক্রান্ত স্বাস্থ্যকর্মীর বসবাসকৃত কোয়াটারটি লকডাউন করা হয়েছে এবং কোয়াটারে তার সংস্পশে থাকা কর্মচারিসহ হাসপাতালের সকল ডাঃ,নার্স, কর্মচারিদের পর্যায়ক্রমে নমুনা সংগ্রহ করা হবে বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ