Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে করোনা উপসর্গে বৃদ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু : ছেলে ও নাতি আক্রান্ত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ৯:১০ এএম

চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় এলাকার বাসিন্দা মুজিবুর রহমান পাটোয়ারী(৮৭) ও স্ত্রী রাবেয়া বেগম (৭২) করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। রাবেয়া বেগম সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ও মুজিবুর রহমান পাটোয়ারী মঙ্গলবার ভোর ৫টায় মারা গেছেন। স্ত্রীর মৃত্যুর ১০ঘণ্টা পর স্বামী মারা যান। তাদের এক ছেলে ও নাতির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

রোববার সকালে বৃদ্ধ স্বামী-স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছিল করোনা টেস্টের জন্য। সেই রিপোর্ট এখনো অপেক্ষমান। এ কারণে তাদেরকে চাঁদপুর শহরতলির আশিকাটি গ্রামের বাড়িতে বিশেষ ব্যবস্থায় বৃদ্ধাকে সোমবার রাতে বৃদ্ধকে মঙ্গলবার (আজ) সকালে দাফন করা হয়।

জানা গেছে, ওই বৃদ্ধ দম্পতির ছেলে ও নাতির করোনা শনাক্ত হয়েছে ইতিমধ্যে। এ কারণে পরিবারের অন্য সদস্যদের সাথে তাদেরও নমুনা সংগ্রহ করা হয় রোববার। রিপোর্ট আসার আগেই তারা মারা যান।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন বলেন, সন্ধ্যায় মারা যাওয়া বৃদ্ধার ছেলে ও নাতির শরীরে ইতিমধ্যে করোনা শনাক্ত হয়েছে। বাকীদের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃদ্ধার মধ্যেও করোনার উপসর্গ বিদ্যমান ছিল। তিনি কিছুদিন ধরে জ্বর ও কাশিতে আক্রান্ত ছিলেন। আর সোমবার দিনভর তার প্রচুর পাতলা পায়খানা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা।



 

Show all comments
  • Abdul Matin ১৯ মে, ২০২০, ১:১৩ পিএম says : 0
    আমি শোকাহত এই পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং মহান আল্লাহর নিকট মৃতদের রুহের মাগফিরাত কামনা সহ রোগীদের শেফা কামনা করছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ