Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৮৪ জনকে র‌্যাবের ঈদ উপহার

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ১২:০১ এএম

নৌদস্যু থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা ২৮৪ জনকে ঈদ উপহার দিয়েছে র‌্যাব-৮। বরিশালের র‌্যাব-৮ ব্যাটেলিয়নের আওতাভুক্ত বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় র‌্যাব-৮ কর্মকর্তারা উপস্থিত থেকে ঈদ উপহার হস্তান্তর করেন।

র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাগেরহাট সদরের ৭৯ জনকে উপহার সামগ্রী দিয়েছেন র‌্যাব-৮ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম। এছাড়া র‌্যাব-৮ এর স্কোয়াড কমান্ডার মো. ইফতেখারুজ্জামান ও সঞ্জয় কুমার মংলায় ১০০ জনকে, র‌্যাব-৮ এর ‘ল’ অফিসার মো. আদনান মুস্তফিজ খুলনায় ৪০ জনকে, স্কোয়াড কমান্ডার মাহিদুল ইসলাম সাতক্ষীরা সদরে ৬৫ জনকে ঈদ উপহার সামগ্রী দিয়েছেন।
র‌্যাব- ৮ জানিয়েছে, যেসব নৌদস্যু সরকারের আহবানে সারা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এবং বর্তমান করোনা সংকটে কর্মহীন হয়ে পড়েছে তাদেরকে ঈদ উপহার সামগ্রী দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: র‌্যাব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ