পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হতদরিদ্র ৫০ লাখ পরিবারকে দেয়া নগদ অর্থ সহায়তা কার্যক্রমের তালিকা প্রণয়নে দুর্নীতি ও অনিয়মে জড়িতদের গ্রেফতার এবং শাস্তি চেয়ে লিগ্যাল নোটিস দেয়া হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন এ নোটিশ দেন। প্রাপ্তির ৫ কর্মদিবসের মধ্যে ব্যবস্থা না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে নোটিসে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে প্রতিপক্ষ করা হয়েছে।
নোটিসে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনার ভয়াল থাবায় জনজীবন বিপর্যস্ত। নিম্ন ও মধ্যম আয়ের অধিকাংশ মানুষ কর্মহীন, বেকার। তারা মানবেতর জীবন যাপন করছেন। এ বিবেচনায় সরকার সামাজিক নিরাপত্তার বাইরে থাকা ৫০ লাখ পরিবারকে নগদ সহয়তা প্রদান কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু এই নগদ সহায়তা প্রদানের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে। ফলে সরকারের একটি মহৎ উদ্যোগ শুরুতেই হোঁচট খেয়েছে। তাই জড়িতদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে অবিলম্বে গ্রেফতার করা প্রয়োজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।