Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে মেরিনারের দুঃখ প্রকাশ

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দেরীতে হলেও নিজেদের কৃতকর্মের জন্য ঘটা করে দুঃখ প্রকাশ করলো গ্রীণডেল্টা প্রিমিয়ার হকি লিগের নতুন চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। গত ১ জুলাই প্রিমিয়ার হকির শিরোপা নির্ধারনী ম্যাচে (উষা ক্রীড়া চক্র ও মেরিনার ইয়াংস ক্লাব) মেরিনার সমর্থকরা মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ভিভিআইপি লাউঞ্জ ও গ্যালারীতে ভাঙচুরের ঘটনায় ঘটায়। এরই প্রেক্ষিতে গতকাল আরামবাগস্থ ক্লাব প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে নিজেদের অবস্থান তুলে ধরে দুঃখ প্রকাশ করেন মেরিনার কর্তারা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্লাবের সহ-সভাপতি  আলমগীর কবির। এসময় সাধারণ সম্পাদক রানা হাসান, হকি কমিটির চেয়ারম্যান ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর একেএম মমিনুল হক সাঈদ ও হকি ম্যানেজার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, সেদিনের খেলায় একাধিক সিদ্ধান্ত মেরিনারের বিপক্ষে গেছে। এমনকি প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের আঘাতে তাদের একজন বিদেশী খেলোয়াড়ের দুটি দাঁতও পড়ে যায়। এসব বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক রানা হাসান ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেকের কাছে অভিযোগ করতে গেলে সাবেক এক হকি খেলোয়াড় তাদের কথোকোপনের দৃশ্যটি নিজের মোবাইলে ধারন করেন। তাকে এটা করতে বারণ করায় তিনি তা শুনেননি। ফলে এক পর্যায়ে উভয়ে মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং তা মুহূর্তেই গ্যালারিতে সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়ে এবং স্টেডিয়ামের ভিভিআইপি লাউঞ্জ ও গ্যালারীতে ভাঙচুর চলে। সেদিনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভিভিআইপি লাউঞ্জের সংস্কার মেরিনার স্বইচ্ছায় পরবর্তীতে করে দেয়। শুধু তাই নয়, নিজেদের ভুল স্বীকার করে ফেডারেশন সভাপতির কাছে চিঠিও দেয় মেরিনার। এছাড়া লিগ কমিটির সভায় ঘটনার নিন্দা জাননো হলেও সিদ্ধান্ত গ্রহণের জন্য গভর্নিং বডির (জিবি) কাছে বিষয়টি পাঠানো হয়। আগামী সোমবার জিবি কমিটির সভা। কিন্তু ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর বেরিয়েছে সেদিনের ঘটনার জন্য মেরিনারের শিরোপা বাতিলসহ তাদের বিপক্ষে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে হকি ফেডারেশন। এ প্রেক্ষিতে মেরিনারের পক্ষ থেকে বলা হচ্ছে, আজ (গতকাল) ঘটনার জন্য নিজেদের অবস্থান তুলে ধরে দুঃখপ্রকাশের পর সব ভুল বুঝাবুঝির অবসান ঘটবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবশেষে মেরিনারের দুঃখ প্রকাশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ