নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেদারল্যান্ডসের সাবেক দুই কোচ লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টারকে নিয়ে পানি কম ঘোলা হয়নি। মামুনুলদের সাবেক ডাচ্ হেড কোচ ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টারকে বরখাস্তের পর একজনকে ফিরিয়ে আনা হলেও আরেকজন আর ফেরায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বরখাস্তের পর ক্রুইফকে দু’দফা ফিরিয়ে এনে দায়িত্ব দিয়েছে বাফুফে। তার বকেয়া বেতনও পরিশোধ করেছে তারা। কিন্তু রেনে কোস্টারকে না ফেরালেও তার বকেয়া এখনো পরিশোধ করেনি দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। ফলে যা হবার তাই হয়েছে। রেনে কোস্টার বাধ্য হয়েই বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার দ্বারস্থ হন। তারা দীর্ঘ পর্যবেক্ষণের পর নিশ্চিত হয় রেনের কথাই সত্য। বাফুফে তার বকেয়া বেতন পরিশোধ করেনি। যার প্রেক্ষিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এক লাখ ইউরো জরিমানা করে বাফুফেকে। জানা গেছে, প্রায় ছয় মাস আগে ফিফা এই জরিমানা করলেও বাফুফে এতোদিন তা গোপন রাখে। গতকাল খবরটি প্রকাশ হওয়ার পর বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, এক লাখ ইউরো নয়, ৫০ হাজার ইউরো জরিমানা গুণতে হবে বাফুফেকে। সমঝোতার ভিত্তিতে ফিফার কাছে তারা নাকি এই পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতিই দিয়েছে। মূলত রেনে কোস্টারের বকেয়া বেতনের সঙ্গে স্ট্যাটাস কমিটির সভার খরচও যোগ হয়েছে এক লাখ ইউরোয়। বাফুফেকে করা জরিমানার অর্থ-বার্ষিক অনুদান থেকে কেটে রাখতে পারে ফিফা।
উল্লেখ্য, সিলেট বিকেএসপি ফুটবল একাডেমি পরিচালনার জন্য ২০১৩ সালের ১ জুন দু’বছরের চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছিল রেনে কোস্টারকে। পরে তাকে একাডেমির কোচ না করে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব দেয়া হয়। এক বছর অনিয়মিতভাবে বেতন-ভাতা দেয়া হলেও ২০১৪ সালের জুলাই থেকে তার পারিশ্রমিক নিয়ে টালবাহানা শুরু করে বাফুফে। ফলে বকেয়া আদায়ে ফিফার কাছে নালিশ করেন এই ডাচ্ম্যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।