মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস নগরে একটি বিস্ফোরণের প্রেক্ষিতে আশেপাশের বেশ কয়েকটি ভবনে ভয়াবহ আকারে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুই শতাধিক কর্মী এ আগুন নেভাতে কাজ করছেন বলে জানিয়েছে সিএনএন। আগুন লাগার পরপরই স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিকট একটি বিস্ফোরণ হয়। যা অনেক দূর পর্যন্ত শোনা গেছে। বিস্ফোরণে ওই এলাকা কেঁপে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কালো ধোঁয়া কুন্ডলী পাকিয়ে লস অ্যাঞ্জেলেসের আকাশে উড়ছে। মুখপাত্র স্কট জানান, বিস্ফোরণ ও আগুনের তান্ডবে সেখানে উপস্থিত ২৪০ দমকলকর্মীর মাঝে প্রায় ১১ জন আহত হন। তাদের স্থানীয় কাউন্টির ইউএসসি মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।