বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের রাউজানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো একজন। এনিয়ে রাউজানে করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ৩ জন। (১৭ মে) রোববার তৃতীয় করোনা রোগীটি পাওয়া যায় উপজেলার হলদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জামাল পোস্ট মাস্টার বাড়ির সিএনজি চালক মো. রুবেল’র স্ত্রী রুপসী আকতারের। হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
রোববার রুপসী আকতারের শরীরে করোনা সংক্রমণের বিষয়টি জানান রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম ডীন। বিষয়টি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীকে অবহিত করার পর রাউজান উপজেলা প্রশাসন বাড়িটি লকডাউন করেন। সাংসদের নির্দেশে রুপসী আকতারের পরিবারে খাদ্য সহায়তা নিয়ে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও যুবলীগ নেতা হাসান মুরাদ রাজু।
ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, রুপসী আকতার নাজিরহাট কলেজে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার অপারেশন সম্পন্ন হয়। পরে তার শরীরে জ্বর আসায় হাটহাজারীতে তার নমুনা পরীক্ষা সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, গত (১০ মে) উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কান্দিপাড়া এলাকায় বাদশা (৩৫) নামে এক সিএনজি চালক প্রথম করোনায় আক্রান্ত হন। এরপর দিন (১১ মে) সোমবার উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হারপাড়া গ্রামের আলহাজ্ব আবু তাহেরের ছেলে মো. আনোয়ারের শরীরে করোনা পজেটিভ আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।