বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হবিগঞ্জকে পেছনে ঠেলে বিভাগের সবচেয়ে বেশী করোনাক্রান্তের হটস্পটে পরিণত হয়েছে এখন সিলেটে। এতেদিন পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইস আক্রান্ত রোগী সবচেয়ে বেশি ছিলো হবিগঞ্জে। হবিগঞ্জকে-ই বিভাগের হটস্পট হিসেবে আখ্যায়িত করেছিলেন সংশ্লিষ্টরা। শনিবার হবিগঞ্জকে ছাড়িয়ে গেছে সিলেট। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে, রবিবার (১৭ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ১৪১ জন এবং হবিগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা ১২৯। গত শনিবার পর্যন্ত সিলেটে ১১৬ এবং হবিগঞ্জে ১১৮ ছিল আক্রান্ত । শনিবার সিলেট জেলায় ২৫ জন ও হবিগঞ্জ জেলায় ১১ জনের করোনা শনাক্ত হওয়ার ফলে সর্বোচ্চ অবস্থানে উঠে যায় সিলেট জেলা। প্রাপ্ত তথ্যে মৌলভীবাজারে ৫৯ জন, সুনামগঞ্জে করোনা শনাক্ত হয়েছে ৬৯ জনের। বিভাগে করোনাক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন, সুস্থ ৬৯ জন ও ১৪১ জন হাসপাতালে ভর্তি আছেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।