বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ায় এবার ঢাকাফেরত এক পুলিশ কনস্টেবল ও এক ব্যাংকার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (১৬ মে) রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। আক্রান্ত পুলিশ কনস্টেবলের বাড়ি দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে এবং ব্যাংকারের বাড়ি কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের জুগিয়া কদমতলা পুকুরপাড় এলাকায়।
সিভিল সার্জন জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাবে শনিবার ৬০ জনের করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ঢাকাফেরত পুলিশ কনস্টেবল ও ব্যাংকারের করোনা পজিটিভ আসে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ওই কনস্টেবল ঢাকায় কর্মরত আছেন। সম্প্রতি ঢাকা থেকে অন্যত্র বদলির আদেশ হলে তিনি শুক্রবার গ্রামের বাড়ি দৌলতপুর আসেন। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা শনিবার সকালে তার নমুনা সংগ্রহ করেন। রাতে রিপোর্ট পাওয়া যায় পজিটিভ।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, করোনা শনাক্ত হওয়ার পর রাতেই ওই পুলিশ সদস্যের বাড়ি ছাড়াও আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ওই ব্যাংকার গত ৮ মে ঢাকা থেকে কুষ্টিয়ায় আসেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় শনিবার সকালে নমুনা সংগ্রহ করা হয়। পরে রাতে পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী জানান, রাতেই আক্রান্তের বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে। আক্রান্ত দুজনই বর্তমানে বাড়িতে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এদিকে দৌলতপুর উপজেলায় একের পর এক ঢাকা থেকে আসা ব্যক্তিদের মধ্যে করোনা আক্রান্তের ঘটনায় মানুষ জনের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশাসনের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও আক্রান্ত ঢাকাফেরত ব্যক্তিদের দৌলতপুর উপজেলায় আগমন কিছুতেই ঠেকানো যাচ্ছে না।
এ নিয়ে কুষ্টিয়া জেলায় ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সর্বাধিক দৌলতপুর উপজেলায় ১০ জন। এছাড়া ভেড়ামারায় ২, মিরপুর ৪, কুষ্টিয়া সদর ২, কুমারখালী ৫ এবং খোকসা উপজেলায় ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।