Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে করোনায় মৃত প্রথম ব্যক্তির দাফন সম্পন্ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ১০:৪৩ এএম

গোপালগঞ্জে করোনায় মৃত ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার রাত সাড়ে ১২ টায় মৃত ব্যক্তির লাশ দাফন করা হয়।

গোপালগঞ্জ পৌর সভার মারকাজ মহল্লার নতুন কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক।

এদিকে শনিবার রাত পৌনে ৮টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। মৃত ওই ব্যক্তি শহরের কোর্ট মসজিদ এলাকার বেসরকারি ক্লিনিক মেডিকেয়ারে ওটি সহকারী হিসেবে কাজ করতেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা। তবে পরিবার নিয়ে শহরের মারকাজ মহল্লায় বসবাস করতেন।

উল্লেখ্য, গোপালগঞ্জে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। এই প্রথম করোনায় আক্রান্ত কোনো রোগী মারা গেলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ