Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাজিরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ১০:৩৩ এএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কাকলী বৈরাগী(৩০) নামে এক নারী প্রথম করোনা শনাক্ত হয়েছে। তিনি কিছুদিন পূর্বে নিজস্ব গাড়ি যোগে ঢাকা জেলার রামপুরা বউবাজার এলাকা হইতে তাহার বাবার বাড়ী নাজিরপুর উপজেলা শ্রীরামকাঠী ইউনিয়নে বলি বাবলা গ্রামে আসলে শারীরীভাবে অসুস্থতাবোধ করেন। একপর্যায়ে এলাকায় করোনার ঐ রোগীর (সর্দি, জ¦র, কাশি, গলা ব্যথা) ইত্যাদি লক্ষণ দেখা দিলে এলাকায় আলোড়ন সৃষ্ঠি হয়। নাজিরপুর থানার পুলিশ কর্তৃক একাধিকবার বলা হইলে কাকলী বৈরাগী ১৩ই মে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরবর্তীতে শের-ই বাংলা মেডিকেল কলেজ, বরিশাল হাসপাতাল কর্তৃক নমুনা পরীক্ষা নিরীক্ষার পর ১৬ই মে তাহার করোনা ভাইরাস সংক্রান্ত পজেটিভ রিপোর্ট আসে। তার বাবার বাড়ি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের বলি বাবলা গ্রামের ৩ নং ওয়ার্ডে। শনি বার রাতে নাজিরপুর উপজেলা হাসপাতালের পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফজলে বারি বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা আক্রান্ত কাকলী বৈরাগী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলি গ্রামের শিপন হালদারের স্ত্রী। এ ঘটনায় ঐ বাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফজলে বারি এবং নাজিরপুর থানা তদন্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাকারিয়া সহ কয়েকজন কর্মকর্তা গিয়ে বাড়ি লকডাউন ঘোষনা করেন। নাজিরপুর উপজেলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, রোগী একজন মহিলা প্রায় ১মাস পূর্বে তার সিজারিয়ান অপারেশন হয়েছে এবং বাচ্চাটির মাত্র ১ মাস বয়স। রোগী তার পরিবার সহ গত ৪ মে ঢাকা থেকে মাইক্রোবাস যোগে শ্রীরামকাঠী আগমন করেন। এর মধ্যে পিরোজপুরে একজন ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। ডাক্তার এবং যে অটোরিক্সায় রোগী পিরোজপুর গিয়েছেন তার চালককে শনাক্ত করে লকডাউন ঘোষনা করা হয়েছে। রোগী সহ পরিবারের ৮ জন সদস্য আপাতদৃষ্টিতে সুস্থ আছেন। তারা সবাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘরে অবস্থান করবে বলে জানান। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে শিশু খাদ্যসহ আগামী ১ সপ্তাহের খাবার রোগীর বাড়ি পৌছে দেয়া হবে। নাজিরপুর উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফজলে বারি জানান, করোনা আক্রান্ত রোগী শারিরীকভাবে সুস্থ আছেন। তার শরীরে তেমন কোন লক্ষণ দেখা যাচ্ছে না। তাই তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। নির্দেশনা আসলে তাকে অন্যত্র হাসপাতালে পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ