নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : গত মার্চে মুস্তাফিজুরকে দলে অন্তর্ভূক্ত করে সাসেক্সের স্বপ্নটা ছুঁয়েছিল আকাশ। আইপিএল লম্বা সময় ধরে একনাগাড়ে খেলে ক্লান্ত এবং হ্যামেস্ট্রিংয়ের চোটে সাসেক্সে খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে আশায় হাল ছাড়েনি সাসেক্স, জুন থেকে গুণেছে তারা প্রতীক্ষার প্রহর। পূর্নবাসন প্রক্রিয়ায় মাঠে ফিরে বিসিবি’র অনাপত্তিপত্র পেয়ে, ভিসা প্রক্রিয়ায় বিলম্ব হওয়ার পর সাসেক্সে এমন সময় অভিষেক, যখন কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা প্রায় অসম্ভব বলেই ধরে নিয়েছে সাসেক্স। সেই সাসেক্সই কি না মুস্তাফিজুরকে পেয়ে দাঁড়িয়েছে ঘুরে, কোয়ার্টার ফাইনালের পথে বাড়িয়েছে পা! এতোটা প্রতীক্ষা থেকে যাদুকরী বোলারকে পেয়ে তাই ধন্য সাসেক্স অধিনায়কÑ ‘তাকেএখানে আনতে অনেক লোককে কষ্ট করতে হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি, কেন তার পেছনে এত সময় ও শ্রম দেয়ার মূল্য কতোটা ফলদায়ক।’
টি-২০ বিশ্বকাপ চলাকালে মুস্তাফিজুরকে গড গিফটেড বোলার বলে মূল্যায়ন করতে দ্বিধা করেননি ভারতের অভিজ্ঞ পেসার আশিষ নেহরা। সানরাইজার্স হায়দারাবাদ কোচ টম মুডি এবং অধিনায়ক ডেভিড ওয়ার্নার তো আইপিএল জুড়ে মুস্তাফিজ স্তুতি করেছেন। সাবেক ইংলিশ টেস্ট ক্রিকেটার এবং সাসেক্স অধিনায়ক মুস্তাফিজুরকে বিশেষ বোলার সম্বোধন করেছেনÑ ‘সে খুবই স্পেশাল এক বোলার। এসেই এমন পারফরম্যান্স করেছে, যা দেখতে পারা ছিল স্পেশাল কিছু। গতকাল ফ্লাইটে নেমে সরাসরি এখানে এসে দারুন বোলিং করেছে। দারুন এক মেধাবীকে পেলাম আমরা।’
ম্যাচের আগে ওয়ার্ম আপের সময়ই টীমমেটদের ধাঁ ধাঁয় ফেলেছেন মুস্তাফিজুর। সে ধাঁ ধাঁয় পড়ার কথা স্বীকার করেছেন লুক রাইটÑ ‘সে কি করতে যাচ্ছে, তা ধরতে পারা খুব কঠিন। ওয়ার্ম আপের সময় আমরা চেষ্টা করছিলাম তার কৌশলটা বুঝতে, কিন্তু পারিনি। কৃতিত্বটা উইকেটকিপর ক্রেইগ কাচোপাকে দিতেই হবে। কারণ, যাকে এর আগে কখনোই দেখা হয়নি, তার বোলিংয়ের বিপক্ষে সে কিপিং করেছে। মুখোমুখি না হয়ে ওর বোলিং বোঝা কঠিন।’ এসেক্সকে হারিয়ে নিজেদের মাঠ হোভ এ সারের মুখোমুখি সাসেক্স, এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালের পথটা সুগম হবে সাসেক্সের। তাই মুস্তাফিজুরের পারফরমেন্সে টীমমেট ন্যাশ প্রশংসায় পঞ্চমুখÑ ‘মুস্তাফিজের বল আমার ভালো লেগেছে। এখন দৃষ্টি পরের ম্যাচের উপর।’ ডু অর ডাই ম্যাচে মুস্তাফিজুর নৈপূণ্যে দারুণ জয় পাওয়ায় দারুণ কিছুর সম্ভাবনা দেখছেন অধিনায়ক লুক রাইটÑ ‘এই ম্যাচ হেরে গেলে আমাদের জন্য টুর্নামেন্টই শেষ হয়ে যেত। এখনো আমাদের বেশ সুযোগ আছে।’
মুস্তাফিজের খেলায় চোখ রাখছিলেন তার আইপিএল দলের কোচ টম মুডি। টুইট বার্তায় তিনি মুস্তাফিজুরকে দিয়েছেন বাহাবাÑ ‘ম্যাচ জেতানো পারফরম্যান্স দিয়েই আবারো মুস্তাফিজের খেলায় ফেরা দেখতে দারুণ লাগলো। ২৩ রানে ৪ উইকেট!’
বৃহস্পতিবার রাতে এসেক্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন বাংলাদেশের ক্রিকেট পাগল ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাসেক্সের অফিসিয়াল পেইজে লাইক, কমেন্ট ও শেয়ার দেয়ায় সাসেক্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের ধন্যবাদ দিয়েছে সাসেক্সের যেসব সমর্থকরা খেলা দেখতে এসেছেন, তারা নিরাপদে বাড়ি ফিরবেন এমনটাই প্রত্যাশা করি আমরা। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অনুসরণ করেছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই। আমাদের নতুন বাংলাদেশি সমর্থকদের অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের সাথে ছিলেন এবং সমর্থন দিয়েছেন।’ জানেন, চেম্পসফোর্ডে সাসেক্সের এই ম্যাচে মুস্তাফিজুর কৃতি দেখেছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল এবং বিসিবি’র গেম ডেভেলপম্যান্টের সাবেক কোচ শহীদুল আলম রতন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।