Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আক্রান্ত ৭শ’ ছাড়াল, ম্যাজিস্ট্রেট সাংবাদিকসহ শনাক্ত আরো ৭৫

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ৯:৪০ এএম | আপডেট : ১২:৫০ পিএম, ১৭ মে, ২০২০

চট্টগ্রামে করোনার সংক্রমণ বাড়ছে লাফিয়ে। ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে নমুনা পরীক্ষায় ১০৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামের ৭৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে একজন সাংবাদিক, একজন ম্যাজিস্ট্রেট ও ছয়জন পুলিশ সদস্য রয়েছেন।
এছাড়া চট্টগ্রামের আরও ৪ জনের নমুনায় দ্বিতীয়বার সংক্রমণ শনাক্ত হয়েছে। বাকি ২৯ জন বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। শনিবার রাতে তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনার এই সংক্রমণ শনাক্ত হওয়ার তথ্য জানান জেলা সিভিল সার্জন। এনিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা এখন ৭১৬ জন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়, ফৌজদারহাটে বিআইটিআইডিতে ২২১ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৮ জন চট্টগ্রামের, যার মধ্যে নগরীর ১৯ জন এবং হাটহাজারীর ৪ জন, সীতাকু-ের ২ জন এবং পটিয়ার ৩ জন। বাকি ৫ জন অন্য জেলার।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের সবাই চট্টগ্রামের বাসিন্দা। ৩৫ জন মহানগরীর এবং তিনজন বিভিন্ন উপজেলার। এদের মধ্যে তিন জনের দ্বিতীয়বার নমুনা পরীক্ষা হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে গত ৪৮ ঘণ্টায় ১৮৩ টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে চট্টগ্রামের ১৩ জন এবং বাকি ২৪ জন বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। চট্টগ্রামের ১৩ জনের সবাই বিভিন্ন উপজেলার। এদের মধ্যে মীরসরাই উপজেলার একজনের দ্বিতীয়বার নমুনা পরীক্ষা হয়েছিল।
নতুন আক্রান্তদের একজন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের চট্টগ্রাম ব্যুরো স্টাফ রিপোর্টার। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসলেও তার হালকা জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ নেই বলে জানা গেছে।
নগর পুলিশের আরও ছয়জন সদস্য আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বিভিন্ন থানায় ও ফাঁড়িতে কর্মরত তিনজন এএসআই ও দু´জন কনস্টেবল রয়েছেন। এছাড়া একজন ট্রাফিক সার্জেন্টও আছেন।
সিএমপিতে এ পর্যন্ত ৫৩ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এছাড়া শিল্প পুলিশের তিন সদস্য এবং একজন র‌্যাব সদস্যও আক্রান্ত হয়েছেন। নগর পুলিশের একজন মারা গেছেন।
এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনে কর্মরত একজন ম্যাজিস্ট্রেটও করোনা আক্রান্ত হয়েছেন। ওই ম্যাজিস্ট্রেটের নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ এসেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারি কমিশনার মাসুদ রানা। চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত ৭১৬ জনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০২ জন। মারা গেছেন ৩২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ