Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বাঁশের স্ট্রেচারে সন্তান নিয়ে ১৩শ’ কি.মি.র পথে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ১২:০৩ এএম

লকডাউনে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় না খেয়ে দিন পার করছিল একই পরিবারের ১৭ সদস্য। এমন পরিস্থিতিতে বাড়ি ফেরার টাকা না থাকায় পায়ে হেঁটে ১৩ শ’ কিলোমিটার পথচলা শুরু করেন তারা। ৮০০ কিলোমিটার পাড়ি দেয়ার পরই পায়ে চোট পায় এক সন্তান, চিকিৎসা করানোর টাকা না থাকায়, নিজেরা বাঁশ ও খাটিয়া দিয়ে স্ট্রেচার বানিয়ে তার উপর ওই কিশোরকে শুইয়ে হাঁটতে শুরু করেন। টানা ১৫ দিন হেঁটে কানপুর পৌঁছান তারা। ওই অসহায় পরিবারটি পাঞ্জাবের লুধিয়ানা মধ্যপ্রদেশের সিংগ্রাউলি যাওয়ার জন্য পথ চলতে শুরু করেছিলেন। জানা গেছে, লুধিয়ানা থেকে সিংগ্রাউলির দূরত্ব প্রায় ১৩০০ কিলোমিটার। তার মধ্যে ৮০০ কিলোমিটার ১৫ দিনে পেরিয়েছিলেন পরিবারের সদস্যরা। পথে কোনও দিন তাঁদের খাবার জুটেছে, কোনদিন আধপেটা খেয়েই ফের হেঁটেছেন। এরপর এদিন কানপুর পুলিশের চোখে পড়ে কাউকে কাঁধে নিয়ে হেঁটে চলেছেন বেশ কয়েকজন শ্রমিক। তারা এগিয়ে এসে জিজ্ঞাসা করতেই ঘটনা প্রকাশ্যে আসে। নিউজ ১৮ বাংলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১৩শ’-কি.মি.
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ