Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী ইমরান খান বললেন, আপনাদের উৎকন্ঠা সরকারের বিবেচনায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ২:৪৫ পিএম

লকডাউন উঠিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এউপলক্ষে জাতির উদ্দেশে দেয়া তার ভাষণে বলেন, এই অবস্থায় আপনার পরিবার ও সন্তানেরা কেমন উৎকণ্ঠায় থাকবে, সে বিষয়ে সরকার অবগত আছে।সরকার এটা বিবেচনায় রাখবে। তবে এই বছরটা ভাইরাসের সঙ্গে থেকেই আমাদের বাঁচতে হবে। সূত্র :জিও টিভি
গতকাল ১৫ মে তিনি তার ভাষণে উল্লেখ করেন, ৩ মাস লকডাউন থাকলে আমরা ভাইরাসমুক্ত হবো, এমন নিশ্চয়তা কেউ দিতে পারছে না। এমনকি বিশ্বের বিশেষজ্ঞরাও ভ্যাকসিন তৈরীতে আরো এক বছর লাগবে বলে জানিয়েছেন। তিনি পাকিস্তানের অর্থ নৈতিক অবস্থার কথা উল্লেখ করে বলেন, পাকিস্তানে আড়াই কোটি লোক দিন আনে দিন খায়। লকডাউনে তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। আরো আড়াই কোটি শ্রমিক রয়েছে, কারখানা বন্ধ থাকলে যাদের উপার্জন থাকে না। তাদের কথা আমাদেরকে মাথায় রাখতে হবে।
তিনি বলেন, তাই উন্নত দেশগুলোর লকডাউনের সঙ্গে পাকিস্তানের লকডাউনের তুলনা চলতে পারে না। আগামী সপ্তাহে বাংলাদেশসহ মিডলইস্টে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে আনা হবে বলেও তিনি তার ভাষণে উল্লেখ করেন।।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ