Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আক্রান্ত ৬শ’ ছাড়াল, ৫ পুলিশসহ শনাক্ত আরো ৬৮

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ৯:৩৫ এএম

চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচ পুলিশ সদস্যসহ আরও ৬৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৬৪১ জন।
শুক্রবার রাতে তিন ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৮ জনের নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের কথা জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৫৫টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনাভাইরাস পজিটিভ মিলেছে। এর মধ্যে চট্টগ্রামের ১৭ জন, লক্ষ্মীপুরের চারজন, নোয়াখালী ও কুমিল্লার একজন করে এবং ফেনীর দুজন।

চট্টগ্রামের ১৭ জনের মধ্যে ১৪ জন মহানগর এলাকায় এবং দুজন আনোয়ারা ও একজন সীতাকু- উপজেলার। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ কনস্টেবল রয়েছেন বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক। এ পর্যন্ত নগর পুলিশে ৫২ সদস্য আক্রান্ত হলেন।
চমেক ল্যাবে ১০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭টিতে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম মহানগরী এলাকার ৪৫জন এবং সীতাকু- ও বোয়ালখালী উপজেলার একজন করে রয়েছেন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষা হয় ১০০টি নমুনা। করোনা পজিটিভ পাওয়া গেছে ১৩ জনের। তাদের মধ্যে চট্টগ্রাম জেলার চারজন রয়েছেন। চারজনের মধ্যে হাটহাজারী উপজেলার তিনজন এবং চন্দনাইশের একজন।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ২১টি নমুনা পরীক্ষা করা হয়। সেখানে করো নমুনায় করোনা শনাক্ত হয়নি। চট্টগ্রামে আক্রান্ত ৬৪১ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০২ জন। মারা গেছেন ৩১ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ