Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে জনবান্ধব এসিল্যান্ড সোহেল অবশেষে করোনায় আক্রান্ত

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ৯:৪১ পিএম

ঢাকার কেরানীগঞ্জে রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেরানীগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা অমিত দেব নাথ আজ শুক্রবার রাতে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কামরুল হাসান সোহেলের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। কামরুল হাসান সোহেল কেরানীগঞ্জে সহকারী কমিশনার হিসেবে যোগদান করে কিছুদিনের মধ্যেই তার বিভিন্ন জনকল্যানমুলক কর্মের মাধ্যমে সাধারন মানুষের নিকট একজন জনবান্ধব সরকারি কর্মকর্তা হিসেবে পরিচিত লাভ করেন। করোনাভাইরাসের হাত থেকে কেরানীগঞ্জবাসীকে সচেতন করার জন্য শুরু থেকেই উপজেলার ১২টি ইউনিয়নে দিন-রাত ২৪ঘন্টা কাজ করেছেন তিনি। কখনো সেনাবাহিনীর সাথে কখনো আবার পুলিশ বাহিনী নিয়ে মাঠ পর্যায়ে জনসচেতনতামুলক কাজ করেছেন। কখনো নিজ হাতে মাইকিং করে জনগনকে সামাজিক দুরুত্ব বজায় রাখার ও তাদেরকে ঘরে থাকতে আহবান জানিয়েছেন। বিদেশ ফেরত বিভিন্ন প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহন করেছেন। এছাড়া করোনা শনাক্ত ব্যক্তিদের তৃনমুল পর্যায়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে গভীর রাতেও ওইসব ব্যক্তিকে উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। এসব কাজ করতে তিনি কখনো পিছপা হননি।উপজেলা প্রশাসনের তরুন এই কর্মকর্তা সব সময় করোনা মহামারীর এই সময়েও মাঠ পর্যায়ে বেশি কাজ করেছেন। অন্যদিকে তিনি কখনো নিজে এবং ্কখনো উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে একত্রে কর্মহীন ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সরকারি ত্রানসামগ্রী পৌঁছে দিয়েছেন। নিজরে জীবনকে তুচ্ছ করে কেরানীগঞ্জের আপামর জনগনকে সেবা দিতে গিয়ে অবশেষে জনবান্ধব এই সরকারি কর্মকর্তা নিজের অজান্তেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন।



 

Show all comments
  • Toyab khan ১৭ মে, ২০২০, ১২:১০ এএম says : 0
    জনবান্ধব, কামরুল সাহেব অতি দ্রুত সম্পুর্ন সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের মাঝে (ইনশাআল্লা) সেই প্রত্যাশা রহিল। আমিন।
    Total Reply(0) Reply
  • Toyab khan ১৭ মে, ২০২০, ১২:১৪ এএম says : 0
    যদি ও আমার কখনো কাছ থেকে দেখার সুযোগ হয়নি স্যার কে। তারপরও যত জানতে বা বুজতে পারছি অনেক ভালো একজন মানুষ। জনবান্ধব, কামরুল সাহেব অতি দ্রুত সম্পুর্ন সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের মাঝে (ইনশাআল্লা) সেই প্রত্যাশা রহিল। আমিন।
    Total Reply(0) Reply
  • Toyab khan ১৭ মে, ২০২০, ১২:১৪ এএম says : 0
    যদি ও আমার কখনো কাছ থেকে দেখার সুযোগ হয়নি স্যার কে। তারপরও যত জানতে বা বুজতে পারছি অনেক ভালো একজন মানুষ। জনবান্ধব, কামরুল সাহেব অতি দ্রুত সম্পুর্ন সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের মাঝে (ইনশাআল্লা) সেই প্রত্যাশা রহিল। আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ