মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবারও করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে চীন ব্যর্থ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প এমনটি দাবি করেন। তিনি বলেন, চীনকে নিয়ে আমি হতাশ। তাদের এমনটি হতে দেয়া উচিৎ হয়নি। করোনা ভাইরাস মার্কিন-চীন বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলবে বলে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের কাছে অনেক তথ্য আছে। এটি বাদুড় অথবা ল্যাব যেখান থেকেই আসুক। মূল কথা এটি চীন থেকে এসেছে। তারা চাইলে এটি থামাতে পারতো। অপরদিকে, চীনে উইঘুরসহ অন্যান্য সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর উপর নির্যাতনের জবাবে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বিল পাস হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে সর্বসম্মত ভোটে দ্বিপক্ষীয় বিলটি পাস হয়। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহবান জানানো হয়েছে। করোনা ভাইরাস (কভিড-১৯) মহামারী নিয়ে সম্প্রতি দুই দেশের মধ্যে তীব্র বৈরি সম্পর্ক সৃষ্টি হয়েছে। এর মাঝে নতুন এ বিল পাস হলো। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, উচ্চকক্ষ সিনেটে কোনো বাঁধা না পেয়ে পাস হলেও বিলটি এখনো আইনে পরিণত হয়নি। সিনেট থেকে এখন বিলটি পাঠানো হবে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। সেখানে পাস হলে এ বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। চাইলে তিনি বিলটিতে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করতে পারবেন বা ভেটো দিতে পারবেন। করোনা ভাইরাস মহামারী নিয়ে চীনের বিরুদ্ধে প্রাথমিক পর্যায়ে তথ্য প্রকাশে অস্বচ্ছতার অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প একাধিকবার চীনের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে, চীনের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে পারেন বলেও হুমকি দিয়েছেন তিনি। চীন অবশ্য যুক্তরাষ্ট্রের সকল অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপবাদের অভিযোগ এনেছে। দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা নতুন এই বিলটির কারণে আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।