বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে এক পুলিশ সদস্য সহ আরও দুই জনের মৃত্যু হয়েছে। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কনস্টেবল নাইমুল হক (৩৫) শুক্রবার জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব ইনকিলাবকে বলেন , করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন তিনি। তবে নগর পুলিশের কর্মকর্তারা বলেন তার উপসর্গ ছিল। নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। আগে থেকেই তার শ্বাসকষ্ট রোগ ছিল।
এ পুলিশ সদস্য ছাড়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সলিল বিশ্বাস নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ বৃহস্পতিবার রাত ১টায় মারা যান বলে জানান ডা. আব্দুর রব।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মৃত্যু হয়েছে ৩১ জনের। ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ৯৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫৭৩ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।