Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে নতুন করে ২ জন করোনায় আক্রান্ত

জেলায় ডাক্তার, পুলিশ, সাংবাদিকসহ মোট আক্রান্ত ৭৫ জন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ১১:২৬ এএম

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেলায় নতুন করে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মধুপুর উপজেলায় একজন ও ভূঞাপুরে একজন রয়েছে। জেলায় ডাক্তার, পুলিশ, সাংবাদিকসহ সর্বমোট ৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১৭৬ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ১২৫ নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। সুস্থ্য হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন ১৯ জন। টাঙ্গাইল থেকে এ পর্যন্ত ৩২৭৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। তাদের মধ্যে করোনা শনাক্ত হয় ৭৫ জনের। ৩০২৬ জনের নেগেটিভ রিপোর্ট আসে। ১৭৬ জনের নমুনা পেন্ডিং রয়েছে। এছাড়াও বর্তমানে হোমকোয়ারেন্টিনে রয়েছে ১৯৯৩ জন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সদর উদ্দিন জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ১৪ জন আক্রান্ত রোগী ভর্তি হয়। তাদের মধ্যে সুস্থ্য হয়ে ৬জন বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ৮ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা অনেকটা ভালো বলে জানিয়েছেন তিনি।

 



 

Show all comments
  • NAZRUL ISLAM ১৫ মে, ২০২০, ১২:৩৮ পিএম says : 0
    সর্বমোট 35 জন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ