Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ১০:৪৭ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার অংশ হিসেবে চট্টগ্রামে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীকে মোবাইল ব্যাংকিং পরিষেবায় নগদ অর্থ বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রম উদ্বোধনের পর চট্টগ্রামে নগদ অর্থ বিতরণ শুরু হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ
ইলিয়াস হোসেনের তত্বাবধানে চট্টগ্রাম জেলায় ১ লাখ ৮০ হাজার উপকারভোগীর তালিকা অনলাইনে আপলোড করা হয়েছে।

সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাহায্যে করা এই তালিকার সবাই করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ পাবেন।
চট্টগ্রামের কয়েকজন সংসদ সদস্যদের উপস্থিতিতে জেলা প্রশাসক তার কার্যালয়ে
৫ জন উপকারভোগীর হাতে নগদ অর্থ তুলে দেন। পর্যায়ক্রমে তালিকায় থাকা ১ লাখ ৮০ হাজার উপকারভোগী নিজ নিজ মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ সহায়তা পাবেন।
এই সময় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এবিএম ফজলে করিম, মোছলেম উদ্দীন আহমেদ , সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • শওকত আকবর ১৫ মে, ২০২০, ১১:১০ এএম says : 0
    প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা আসলেই মানূষের বড়ই উপকারে আসবে।সবচে বড় কথা ত্রান বিতারনে নয় ছয় হয়ে থাকে। কিন্তু এ খেত্রে কোন অনিয়াম হবার সম্ভবনা নাই।তাই উপকারভোগীরা খুশি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ