গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রামের পটিয়া-রাঙ্গুনীয়ার সীমান্তবর্তী দূর্গম এলাকায় একটি অস্ত্র তৈরীর কারখানায় অভিযান চালিয়ে চারটি অস্ত্র ও অস্ত্রতৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার এ অভিযানে দুই জনকে গ্রেফতার করা হয়। তারা হলো, মো. রোকন (৩৮) ও মো. আবদুল (৩২)। র্যাব জানায় বাইল্যার বাপের ডেবা নামক পাহাড়ে পলিথিন ও বাঁশ দিয়ে নির্মিত দোচালার নিচে অস্ত্র তৈরীর কারখানা পাওয়া যায়।
সেখান থেকে ৪টি দেশি ওয়ানশুটারগান, তিন রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরীর বিপুল সরঞ্জামাদি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে কারখানায় অস্ত্র তৈরী করে পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ পার্শ্ববতী বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।