Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে নতুন করে আরো চার নার্স করোনা পজেটিভ; মোট আক্রান্ত - ১৪

রাঙামাটি থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ৫:৫০ পিএম

মাত্র ৩ ঘন্টার ব্যবধানে পার্বত্য জেলা রাঙামাটিতে নতুন করে আরো ৪ নার্সের শরীরে করোনার অস্থিত্ব শনাক্ত হয়েছে। রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বশেষ করোনা পজেটিভ রিপোর্ট আসা চার নার্সের সকলেই রাঙামাটি জেনারেল হাসপাতালের ষ্টার্ফ নার্স শহরের বাসিন্দা।

এনিয়ে রাঙামাটিতে সর্বমোট ১৪ জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের অস্থিত্ব পাওয়া গেছে বলে রাত সাড়ে ১২নাগাদ নিশ্চিত করেছে জেলার স্বাস্থ্য বিভাগ। তার মধ্যে সরকারী জেনারেল হাসপাতালের এক চিকিৎসকসহ ছয়জন নার্স, একজন রয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক এবং জেনারেল হাসপাতালের এক নারী চিকিৎসকের স্বামী। আক্রান্তদের মধ্যে রাঙামাটির রাজস্থলী উপজেলার একজন, বিলাইছড়ি উপজেলার দুই জন(মা-ছেলে) রয়েছে।

বাকিদের মধ্যে রিজার্ভ বাজারের ৯ মাস বয়সী শিশু একজন, শহরের দেবাশীষ নগরের বাসিন্দা এক শিক্ষার্থী, মোল্লা পাড়ার একজন দিন মজুর রয়েছে। এদের মধ্যে চারজনের দ্বিতীয় বারের নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসলেও তাদের কাছ থেকে তৃতীয়বারের মতো নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে এ নিয়ে রাঙামাটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সর্বমোট ১৪জনে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো মোট ৪৯০টি নমুনার মধ্যে ৩৩৯টির রিপোর্ট পাওয়া গিয়েছে যার মধ্যে ১৪টি পজিটিভ ও ৩২৫টি নেগেটিভ। এখনো ১৫৫টি রিপোর্ট অপেক্ষমান রয়েছে।

গত ৬ই মে প্রথম পর্যায়ের নমুনা পরীক্ষায় প্রাপ্ত রিপোর্টে একজন নার্সসহ চারজনের পজেটিভ রিপোর্ট আসার পর দ্বিতীয়বারের নমুনা পরীক্ষায় ১১ই মে তাদের সকলের রিপোর্ট নেগেটিভ আসে। পরবর্তীতে তাদের কাছ থেকে তৃতীয়বারের মতো নমুনা সংগ্রহ করে পাঠানো হলেও এখনো রিপোর্ট আসেনি। এদিকে প্রথম আক্রান্ত জেনারেল হাসপাতালের নার্সের নেগেটিভ রিপোর্ট আসার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই উক্ত নার্সের সংস্পর্শে আসা অপর এক নার্সের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে ১২ই মে। ১৩ই মে দিবাগত রাত ৮ টার সময় প্রথমবারের মতো দুইজন চিকিৎসকসহ ৫জনের করোনা পজেটিভ রিপোর্ট আসার মাত্র তিন ঘন্টাপর আরো ৪জন নার্সের নমুনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসে বলে নিশ্চিত করেছে জেলার স্বাস্থ্যবিভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ