বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৬২ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। জেলায় মোট শনাক্ত ১৫৩৪ জন।বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলানিউজকে এ তথ্য জানান তিনি।গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১ জন ব্যক্তির সুস্থ হওয়ার তথ্য জানান তিনি। তবে এ সময়ের মধ্যে জেলায় কোনো নতুন মৃত্যুর সংবাদ নেই বলে নিশ্চিত হওয়া গেছে।
ডা. জাহিদুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৬২ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৫৪০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে পজিটিভ এসেছে ১৫৩৪ জনের।জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ১৫৩৪ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৫৯ জনের আর সুস্থ হয়েছেন ২৭৯ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।