Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা পরিস্থিতির অবনতি অব্যাহত

৪৮ ঘন্টায় নতুন আক্রান্ত ১৬

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১:৪৮ পিএম

বরিশাল মহানগরীতে করোনা পরিস্থিতির অবনতির মাধ্যমে দক্ষিণাঞ্চলে নতুন করে শংকা বাড়ছে। বুধবার দুপরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬টি জেলায় নুতন করে আরো ১৬ জন কোভিড-১৯’এ আক্রান্ত হবার মধ্যে দিয়ে এ অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা ১৭৬-এ উন্নীত হল। বরিশাল নগরীতে এক প্রসুতি তার সদ্যজাত সন্তান সহ করোনা ভাইরোসে আক্রান্ত হয়েছে। বরিশালে মহানগর পুলিশের দুই সদস্য সহ এক নার্স পরিবারের আরো ৫ জনের মধ্যে করেনা সংক্রমন চিঞ্হিত হয়েছে। বিএমপি’র উত্তর জোনের আরো প্রায় ৪০ জন পুলিশ সদস্যের রক্তের নমুনা পরিক্ষা করা হয়েছে। বুধবার রাতের মধ্যে এর ফলাফল পাবার পরে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক স্টাফ নার্স কোভিড-১৯’এ আক্রান্ত হবার পরে তার পরিবারের ৫ সদস্যও আক্রান্ত হয়েছে।
দক্ষিণাঞ্চলের বেশীরভাগ এলাকায় অঘোষিতভাবে লকডাউন প্রত্যাহার করায় পরিস্থিতির আরো অবনতি নিয়ে শংকিত ওয়াকিবাহাল মহল। বুধবার দুপুরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় যে ১৬ জন নতুন করে কোভিড-১৯’এ আক্রান্ত হয়েছে তার মধ্যে বরিশালে ৭জন, পিরোজপুরে ৬জন এবং বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠীতে ১জন করে রয়েছে। এরফলে বরিশালে সর্বমোট ৫৮, বরগুনাতে ৩৯, পটুয়াখালীতে ৩১, পিরোজপুরে ২৪, ঝালকাঠীতে ১৬ এবং ভোলাতে ৮জন অক্রান্তের তালিকভ’ক্ত হয়েছে। পিরোজপুর শহরে কেরোনা ভাইরাস সংক্রমন ক্রমশ বাড়ছে। বরিশাল মহানগরীতেও উদ্বেগ বাড়ছে। অঘোষিতভাবে লকডাউন শিথিল করায় রাস্তাঘাট ও বাজারে জনসমাগম বৃদ্ধি পাওয়ায় আগামী কয়েকটি দিনে পরিস্থিতির ব্যপক অবনতি নিয়ে শংকিত স্বাস্থ্য বিশেষজ্ঞগন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্যমতে এপর্যন্ত মোট ৭৬জন কোভিড-১৯ রোগী বিভিন্ন সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে মোট সুস্থ্য রোগীর সংখ্যা ৮৬। এছাড়া বিভিন্ন হাসপাতালের আইসোলেশনে ৩১৭ জন ভর্তি হলেও ছাড়পত্র পেয়েছেন ২শ জন। বুধবার দপুর পর্যন্ত শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতারের আইসোলেশনে ৪জন ও করেনা ইউনিটে আরো ৬জন চিকিৎসাধীন ছিল। বুধবার দুপুরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর লাবে মোট ৩৭৮ জনের রক্তের নমুনা পরিক্ষায় ২০ জনের দেহে করেনা ভাাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে বুধবার রেকর্ড সংখ্যক ২০৬জনের রক্তের নমুনা পরিক্ষা করা হয়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ