Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আক্রান্ত ৫শ’ ছাড়ালো, একদিনে শনাক্ত ৯৫ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ৯:২৪ এএম

চট্টগ্রামে করোনাভাইরাসের বিস্তার বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় ৩ ডাক্তার, এক ওসিসহ আরও ৯৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। একদিনে সর্বোচ্চ আক্রান্তদের মধ্যে ৭৪ জনই মহানগরীর । এক লাফে আক্রান্তের সংখ্যা ৫১২ জনে দাঁড়ালো।
চারটি ল্যাবে মোট ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে করোনা পজেটিভ পাওয়া গেছে ১১৪ জন। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ৯৫ জন। বাকি ১৯ জন ভিন্ন জেলার।

চট্টগ্রাম জেলায় শনাক্ত ৯৫ জনের মধ্যে ৭৪ জন মহানগরীর ও ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। নগরীর ৭৪ জনের মধ্যে পুলিশের সদস্য রয়েছেন ১৩ জন। এর মধ্যে সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকিসহ ওই থানার মোট ১০ জন সদস্য করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। বাকি ৩ জন দামপাড়া পুলিশ লাইনের।
করোনা সংক্রমণ পাওয়া গেছে আরও ৩ ডাক্তারের। এদের একজন চমেক হাসপাতালের ১২ নং ওয়ার্ডের ৪১ বছর বয়সী, একজন পাহাড়তলী এলাকার ৪০ বছর বয়সী ও অন্যজন ফকিরহাট এলাকার ৫৯ বছর বয়সী।

এছাড়া বিভিন্ন উপজেলায় শনাক্ত ২১ জনের মধ্যে ১২ জনই বাঁশখালী উপজেলার। বাঁশখালীতে আক্রান্ত ১২ জনের মধ্যে ৮ মাস ও ২২ মাস ও ৫ বছর বয়সী তিন শিশু, ৫৮ বছর বয়সী পুরুষ, ৫০ বছর বয়সী নারী, ৫৬ বছর বয়সী পুরুষ, ২০ বছর বয়সী নারী, ৮৫ বছর বয়সী বৃদ্ধা, ৩০ বছর বয়সী নারী, ৪৮ বছর বয়সী নারী, ৪২ বছর বয়সী পুরুষ ও ৯০ বছরের বৃদ্ধ রয়েছেন।

বুধবার রাত ১১ টা নাগাদ চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩১টি নমুনা পরীক্ষা করে মোট ৪৯ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৩ জন চট্টগ্রাম মহানগরের, ৫ জন বিভিন্ন উপজেলার। বাকি ১১ জনের ৪ জন রাঙ্গামাটি জেলার ও ৭ জন ফেনী জেলার।

সিভাসু ল্যাবের মোট ৪৬টি নমুনা পরীক্ষা করে ২০ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। যেখানে ১২ জন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার। বাকি ৮ জনের ৫ জন রাঙ্গামাটি ও ৩ জন খাগড়াছড়ি জেলার।

চমেক ল্যাবে মোট ৯০টি নমুনা পরীক্ষা করে নগরীর ৪১ জন ও বিভিন্ন উপজেলায় ৪ জন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে।
কক্সবাজার ল্যাবে চট্টগ্রামে দুটি নমুনা পরীক্ষায় কারো সংক্রমণ পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ