মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাত তখন প্রায় ১০টা। ডিউটি শেষ হওয়ার পথে। বাড়ি ফেরার পালা। ঠিক তখনই একটি ফোন এলো। ওপাশ থেকে একজন বলে উঠলেন, ‘আমার ছেলেটার আজ জন্মদিন। ও খুব কষ্টে আছে। আপনি কি আমার ছেলের জন্য একটা কেকের ব্যবস্থা করে দেবেন?’ সাধারণত এই ধরণের অনুরোধে অভ্যস্ত নন পুলিশ ইন্সপেক্টর মুনিশ প্রতাপ সিং। কিন্তু অসহায় বাবার এই অনুরোধ ফেলতে পারলেন না ভারতের এই পুলিশ অফিসার। মুনিশের তখন মনে পড়ে এক কেক বিক্রেতার কথা। তিনি ফোন করেন তাকে। সৌভাগ্যক্রমে তার কাছে মাত্র একটি কেকই অবশিষ্ট ছিল। তিনি কেকটি নিয়ে সেই ছেলেটিকে দেন। তার হাসি মুখ দেখেই পুলিশ অফিসারের সব কষ্ট যেন সার্থক হয়। বলেন, ‘কেক পেয়ে তার হাসি মুখ দেখেই আমি সন্তুষ্ট।’ বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।