মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের সময় গত বৃহস্পতিবার এক ঘণ্টা ১৫ মিনিট ধরে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। গত চার দশক ধরে ন্যাশনাল কনভেনশনে প্রেসিডেন্ট প্রার্থীরা যে বক্তব্যগুলো রেখেছেন তার মধ্যে ট্রাম্পের ৭৫ মিনিটের এই বক্তব্যটি হচ্ছে দীর্ঘতম। মনোনয়ন গ্রহণ সংক্রান্ত ভাষণে ট্রাম্প দেশ থেকে অপরাধ ও সহিংসতা দূর করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষদের সহিংসতা থেকে সুরক্ষা দেয়ারও অঙ্গীকার করেন তিনি। ট্রাম্প আরও বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর স্থাপন এবং অভিবাসন আইন জোরালো করবেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ দ্বিগুণ করে ফেলেছেন দাবি করে সমালোচনা করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ওহাইওর ক্লিভল্যান্ডে কুইক এ্যান্ড লোনের কনভেনশন সেন্টারে বিভিন্ন রাজ্যের রিপাবলিকান দলীয় ডেলিগেটদের সমর্থন পান ট্রাম্প। অবশ্য দলের অন্য প্রতিদ্বন্দ্বীরা সরে দাঁড়ানোর পর এবং প্রাইমারি ও ককেসাসে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করার পর আগেই ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হয়েছিল। রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন লাভের জন্য দলের এক হাজার ২৩৭ জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন হয়। কিন্তু ট্রাম্প প্রয়োজনের চেয়ে বেশি সংখ্যক ডেলিগেটের সমর্থন পেয়েছেন। নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকলেও এখনও ডেমোক্রেটিক পার্টি থেকে চূড়ান্তভাবে হিলারির নাম নিশ্চিত করা হয়নি। প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণায় নামার পর থেকেই বিভিন্ন বিষয়ে আগ্রাসী মন্তব্য করে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সিরিয়া-ইরাক সহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বহুদিন থেকেই সমালোচিত হয়ে আসছেন। গত নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেন। এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েন তিনি। নিজ দেশ এমনকি নিজের দল রিপাবলিকানের সদস্যদের পক্ষ থেকেও ওই বক্তব্যের নিন্দা জানানো হয়। খবরে বলা হয়, ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত তিনজন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর বক্তব্য এক ঘণ্টা পার করেছে। এরা হলেন, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের আগ পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময়ের বক্তব্যটি রেখেছিলেন বিল ক্লিনটন। ১৯৯৬ সালে দ্বিতীয় মেয়াদে মনোনয়ন গ্রহণের সময় ৬৪ মিনিট ধরে বক্তব্য দিয়েছিলেন তিনি। ক্লিনটনকে অতিক্রম করতে না পারলেও ২০০৪ সালে তার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন জর্জ বুশ। তিনি ৬২ মিনিট ধরে ন্যাশনাল কনভেনশনে মনোনয়ন গ্রহণের বক্তব্য রেখেছিলেন। আর তাদের দুজনকে ছাড়িয়ে গত বৃহস্পতিবার ৭৫ মিনিট ধরে বক্তব্য রাখেন ট্রাম্প। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রদানের আগে পলিটিকোতে এর খসড়া প্রকাশিত হয়েছিল। ওই খসড়ায় ৪ হাজার ৪শ’রও বেশি শব্দ ছিল। বক্তব্য দীর্ঘায়িত হতে পারে বলে সে সময়ই আভাস দেয়া হয়। তবে বৃহস্পতিবার ধীর গতিতে বক্তব্য দেন ট্রাম্প। সমর্থকদের উল্লাস ও হাততালি চলার সময় বার বারই থামছিলেন তিনি। সমর্থকদেরকে শ্লোগান দেয়ার সুযোগ করে দিচ্ছিলেন। উল্লেখ্য, ক্লিভল্যান্ডে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের শেষ দিনে মনোনয়ন গ্রহণ করেন তিনি। ডেমোক্রেটিক দল থেকে হিলারী ক্লিনটন চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন পেলে তিনিই হবেন ৮ নভেম্বরে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী। হেভি নিউজ, বিবিসি, গার্ডিয়ান, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।