Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিস হামলায় আটক ৫ জনের বিচার শুরু

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার ঘটনায় বিচার শুরু করেছে দেশটি। সন্দেহভাজন পাঁচ জনকে গত বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। এদের বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে বলে বিবিসির খবরে বলা হয়েছে। সরকারি কৌঁসুলি ফ্রাঙ্কোইস মোলিস জানান, আটক পাঁচ জন হামলাকারী ট্রাকচালক লাউইজ বুলেলকে সহায়তা করেছিলেন। হামলার পরে একজনকে ঘটনাস্থলের দৃশ্য ধারণ করতে দেখা গেছে। তারা কয়েক মাস ধরে এই হামলার পরিকল্পনা করেছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে তিন জন তিউনিসিয়ার বংশোদ্ভূত নাগরিক। তারা হচ্ছেন, রামজি, কোয়ালিদ এবং চকরি। বাকি দুইজনের মধ্যে একজন আলবেনিয়ান নাগরিক।
এছাড়া আটক নারী আলবেনিয়া ও ফ্রান্স উভয় দেশের পাসপোর্টধারী। জানা যায়, বুলেলকে এই পাঁচজন বিভিন্নভাবে হামলায় সহায়তা করেছেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিস হামলায় আটক ৫ জনের বিচার শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ