বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর বাউফলে দুই নারীসহ আরোও ছয় ব্যক্তি করোনাকে জয় করে পুরোপুরি সুস্থ্য হয়ে হাসিমুখে বাড়ী ফিরেছেন । করোনা জয়ী ওই ছয় ব্যক্তিরা হলেন নওমালা গ্রামের সালাম ব্যাপারি(৩৯), বগা ইউনিয়নের শিল্পী বেগম (২০), পাশ্ববর্তী গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া গ্রামের মনিয়া বেগম (১৫) ও গাজী সরদার (৩৫), চন্দ্রদ্বীপ ইউনিয়নের রায় সাহেব গ্রামের রিপন (১৮) ও বাউফল ইউনিয়নের বিলবিলাস গ্রামের মিলনগাজী (২৮)। আজ বুধবার দুপুর ১২ টার দিকে তাদেরকে ছাড়পত্র দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা। হাসপাতাল কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের রিপোর্ট (কোভিড-১৯)পজেটিভ আসার পর থেকে সালাম ব্যাপারি, শিল্পী বেগম, মনিয়া বেগম, গাজী সরদার এই চার জন বগা ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজে ও মিলন গাজী বাউফল সরকারি কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং রিপন চন্দ্রদ্বীপ ইউনিয়নে হোম কোয়ারেইন্টাইনে থেকে চিকিৎসা সেবা গ্রহন করছিলেন। চৌদ্দ দিন চিকিৎসা নেয়ার পর কেরোনা আক্রান্ত ওই সব ব্যক্তিদের নমুনা পরীক্ষার জন্য আবার পাঠালে সর্বশেষ আজ বুধবার সকালে তাঁদের রিপোর্টে কোভিড-১৯ নেগেটিভ আসে। পরে তাঁদেরকে ছাড় পত্র দেয় স্বাস্থ্য বিভাগ। এ সময়ে করোনা জয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসান। শুভেচ্ছা জানানো অনুষ্ঠানে সহাকরী কমিশনার (ভুমি) আনিচুর রহমান বালি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
আরো জানা গেছে, করোনাভাইরাসের সংক্রামন শুরু হলে গত ২ এপ্রিল থেকে আজ ১৩ মে বুধবার পর্যন্ত মোট ১৭৫ জনের নুমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তারমধ্যে ১২৫ জনের রিপোর্ট পাওয়া গেছে । এদের মধ্যে ১২ জন করোনা আক্রান্ত হয়েছিল। ওই ১২ জনের মধ্যে কালিশুরী ইউনিয়নের হালিম বক্স(৫০) নামে এক চা বিক্রেতা চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে মারা যায়। বাকী ১১ জনের মধ্যে গত ৭ মে বৃহস্পতিবার পূর্ব কালাইয়া গ্রামের একই পরিবারের ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। আজ বুধবার করোনা আক্রান্ত বাকী ৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সর্বশেষ গত এপ্রিল মাসের ২৮ তারিখ চার ব্যক্তির নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ এসেছিল। তারাও করোনামুক্ত হয়ে বাড়ী ফিরছেন। এরপর আজ ১৩ মে বুধবার পর্যন্ত এই ১৫ দিনের মধ্যে নমুনা পরীক্ষার রিপোর্টে করো কোবিড -১৯ পজেটিভ আসেনি। তাই নতুন করে কোন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।