মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সউদি আরবে বসবাসরত মার্কিন নাগরিকদের দেশটিতে আসন্ন হুমকির বিষয়ে সতর্ক করেছে আমেরিকার পররাষ্ট্র দফতর। পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত তাদেরকে বাড়তি সতর্কতা গ্রহণের পরামর্শও দেয়া হয়েছে এতে। এতে বলা হয়েছে, সউদি আরবের বন্দরনগরী জেদ্দার রেস্তোরাঁ, বাজার, বিপণি কেন্দ্রসহ যেসব এলাকায় পশ্চিমীরা যাতায়াত করে, সেখানে মার্কিন নাগরিকদের ওপরœ হামলার হুমকি রয়েছে বলে মার্কিন দূতাবাস জানতে পেরেছে। এ ছাড়া, সউদি আরব সফরের উপরও বাধা-নিষেধ আরোপ করা হয়েছে। উমরাহ্ ভিসায় যেসব মার্কিন নাগরিক সউদি সফর করছেন, তাদেরকে পবিত্র মক্কা ও মদিনা শরীফ এবং জেদ্দার বাইরে যেতে এ বিবৃতিতে নিষেধ করা হয়েছে। সউদির অন্যান্য শহরে বসবাসকারী মার্কিন নাগরিকদের জনাকীর্ণ এলাকা এবং পশ্চিমীরা যেসব এলাকায় যাতায়াত করে তা এড়িয়ে চলতে বলা হয়েছে। বিনা অনুমতিতে ইয়েমেন সীমান্ত থেকে ৫০ মাইলের মধ্যে এবং জিজান ও নাজরান প্রদেশের শহরগুলো সফর না করতেও এতে বলা হয়েছে। মার্কিন সরকারি কর্মকর্তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফ নগরী এবং তার আশপাশের এলাকাসহ আওয়ামিয়াহ সফরের ওপর একই বিধানিষেধ আরোপ করা হয়েছে। অবশ্য এতে আসন্ন হুমকি সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ দেয়া হয়নি। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।