Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে আরো একজনসহ করোনায় আক্রান্ত-৩

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ৮:২৮ পিএম

নাটোরের লালপুর উপজেলায় আরো এক জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে লালপুর উপজেলায় একজন মেডিকেল স্টাফসহ মোট ৩জন করোনায় আক্রান্ত হলেন।
মঙ্গলবার (১২ মে) রাত ৮টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ‘মোবাইল বার্তায় তাকে করোনা পজেটিভের খবর জানানো হয়েছে। ইমেইলের অপেক্ষ করছি ইমেইল পেলে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান। তবে আক্রান্ত ব্যাক্তি একজন পুরুষ, তার বয়স (৩০) বছর।’ তিনি আরো জানান, ‘এপর্যন্ত উপজেলায় মোট ১৭১জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এর মধ্যে ৩জনের রিপোর্ট পজেটিভ ও ৬৮জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। অবশিষ্ট ১০০জনের রিপোর্ট এখন পর্যন্ত পেন্ডিং আছে।’
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ