Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, চলন্ত বাস থেকে লাশ ফেলে দেয়া হয়!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ১২:১৮ পিএম

করোনার ভয়াবহতা দিন দিন চরম আকার ধারণ করছে। একটা মানুষ মরে যাবার পর তার লাশ ফেলে দেবার ঘটনাও ঘটছে। কাঁপতে কাঁপতে একটা মানুষ মরে গেলে আর বাকীরা তার লাশ ফেলে দিলো রাস্তায়।
জানা যায়, যুবক মিজানুর রহমান কয়েকদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ঢাকায় বসবাসরত ওই যুবক তার মাকে নিয়ে রওনা দেন জয়পুরহাটের উদ্দেশ্যে।

পথিমধ্যে বাস জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাজারে পৌঁছালে মৃত্যু হয় মিজানুরের। এরপরই বাসচালক ও অন্য যাত্রীরা তার লাশ রাস্তার পাশে ফেলে চলে যায়। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, সকালে খবর পেয়ে লাশ রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে। ওই যুবকের বাড়ি নওগাঁর ধামুইরহাট উপজেলার মঙ্গলবাড়ীতে। বাসটি ঢাকা থেকে হিলি যাচ্ছিল। পুলিশকে ওই যুবকের মা জানিয়েছে, তার ছেলের শ্বাসকষ্ট ও জ্বর ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ