বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে দেলদুয়ার উপজেলার দেওলীর গ্রামের মা ও ছেলেসহ একই পরিবারের ৩ জন। অপর একজন সদর উপজেলার বাঘিল গ্রামের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলায় নতুন ১০৫ জনসহ ১৪৪৪ জন হোমকোয়ারেন্টাইনে রয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দুইজন। সুস্থ্য হয়েছে ১৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩৫ জন। গত ২৪ ঘন্টায় হোমকোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৬৯৩ জনকে। এ পর্যন্ত সর্বমোট ২৮৪৮ জনের নমুনা পাঠানো হয়। এদের মধ্যে ৫৫ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। ২৬৮৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ।
জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে বর্তমানে ৭ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা অনেকটা ভাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।