বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হত্যা মামলার আসামী হওয়ায় কারান্তরীন হয়েছিলেন তিনি। কিন্তু বাচতে পারলেন না। অবশেষে করোনায় কেড়ে নিলো তার প্রাণ। রবিবার শহীদ শামসুদ্দীন হাসপাতালে করোনায় উপসর্গ নিয়ে মৃত্যু হয় তার। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, ওই দিন তার শরীরের নমুনা সংগ্রহ করে ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে তার।
স্থানীয় সূত্র জানায়, কানাইঘাট থানার একটি খুনের মামলায় গত দুই মাস ধরে জেল-হাজতে ছিলেন এই হতভাগা। গত ৫ মার্চ সিলেট কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় তাকে। গত ৮ মে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ মে মারা যান তিনি ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।