Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩২৮, মৃত্যু ৫৬

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ৪:০৫ পিএম

নারায়ণগঞ্জ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ১ জন ও শনাক্ত হযয়েছেন আরও ৪৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে ৫৬ জনের মৃত্যু হলো। একই সময়ে জেলায় ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৯ জন। জেলায় মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৩৩ জন। নতুন করে মারা যাওয়া ব্যক্তির (৪৫) মৃত্যুর পর নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়। সোমবার (১১ মে) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়।
নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা সিটি কর্পোরেশন এলাকায় ৬৯৯ জন, সদর উপজেলায় ৪৭৫, বন্দর উপজেলায় ২৯, আড়াইহাজার উপজেলায় ৩৫, সোনারগাঁ উপজেলায় ৫৪ ও রূপগঞ্জ উপজেলায় ৩৬ জন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৩৯ জন, সদরে ১৩, বন্দরে ১, রূপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন।
জেলায় এই পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৩৩ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৮৯ জন, সদর উপজেলার ২৯ জন, রূপগঞ্জের ১ জন, বন্দরে ২ জন, সোনারগাঁয়ে ২ জন ও আড়াইহাজারের ১০ জন।
এই পর্যন্ত জেলায় মোট ৪৬৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১৮ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ১১২৩, সদর উপজেলায় ২১৭০, বন্দরে ৩০৩, আড়াইহাজারে ৪৫৬, সোনারগাঁয়ে ২৮৩, রূপগঞ্জে ২৯৭ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ