Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রীবাহী ট্রেন চালানোর প্রস্তুতি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ১২:১৭ পিএম

স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। স্টেশনগুলোতে এ সংক্রান্ত নির্দেশনাও দেয়া হয়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশনে গত দুদিন ধরে টকিট বিক্রির লাইনে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বৃত্ত আঁকা হচ্ছে। তবে কবে থেকে ট্রেন চলাচল শুরু হবে তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। এ নিয়ে আজ সোমবার রেল ভবনে বৈঠক ডাকা হয়েছে। সীমিত আকারে কিছু ট্রেন চালানোর ব্যাপারে বৈঠকে নির্দেশনা আসতে পারে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।
রোববার (১০ মে) এ নিয়ে জানতে চাইলে রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ট্রেন ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এটা সরকারি সিদ্ধান্তের ব্যাপার। তবে ট্রেন ছাড়া হলে ভাইরাসের সংক্রমণ রোধে যেসব স্বাস্থ্যবিধি রয়েছে তা যেন পালন করা যায় সেজন্য প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে। মহাপরিচালক বলেন, রেলওয়ে একটি বড় পরিবার। সারাদেশে রেলওয়ে নেটওয়ার্ক বিস্তৃত। এ কারণে প্রস্তুতি নিতে সময় লাগবে। তাই আগেই থেকেই শুরু করা হয়েছে।
এদিকে, রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির জন্য বৃত্ত আঁকা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ছবি ভাইরাল হলে অনেকেই ট্রেন কবে ছাড়া হচ্ছে তা জানতে চান। তবে এ বিষয়ে রেল মন্ত্রণালয়ের এখনও কোনো সিদ্ধান্ত নেই। এমনকি কমলাপুর রেলওয়ে স্টেশনেও টিকিট বিক্রির জন্য কোনো বৃত্ত আঁকা বা কোনো ধরনের প্রস্তুতি দেখা যায়নি।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার আমিনুল হক জুয়েল জানান, স্বাস্থ্যবিধির মেনে চলার যে নির্দেশনা তা তারা পেয়েছেন। তবে স্টেশনে এ নিয়ে দৃশ্যমান কোনো তৎপরতা এখনও শুরু হয়নি।
রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সরকারি নির্দেশনা পেলে যাতে সঙ্গে সঙ্গেই ট্রেন ছাড়া যায় সেজন্য প্রস্তুতি রাখা হচ্ছে। এক্ষেত্রে প্রথমে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-রাজশাহীসহ উত্তরাঞ্চলের কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হতে পারে।
রেলওয়ে সূত্র জানায়, রেল এখন যে প্রস্তুতি নিতে যাচ্ছে তার মধ্যে রয়েছে- স্টেশনে নিরাপদ দূরত্ব নিশ্চিত করা, ট্রেনগুলোর দরজা-জানালা, হাতল, সিট, হেড বেল্ট কভার, টয়লেট, মেঝে স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা। এছাড়া প্রত্যেক ট্রেন যাত্রীর আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার নিশ্চিত করা।
নভেল করোনাভাইরাসের (কোভিড) সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কিন্তু খাদ্যশস্য, জ্বালানি ও কনটেইনার পরিবহনে গত ১ মে থেকে চলছে পণ্যবাহী কয়েকটি ট্রেন।



 

Show all comments
  • কারার সাঈদ ১১ মে, ২০২০, ১:৫০ পিএম says : 0
    ভারত ট্রেন ছেড়েছে তাই আমরাও ছাড়ব , ওরা বাস চলাচল বন্ধ রেখেছে, আমরাও তাই করেছি ।
    Total Reply(0) Reply
  • শওকত আকবর ১১ মে, ২০২০, ২:২১ পিএম says : 0
    শুধু ট্রেন কেন?ট্রেন তো সব জেলায় নাই।পরিবহন লন্ছ স্টীমার বাকি থাকবে কেন?বিমাতা সুলভ আচারন করা যাবেনা।সব জেলার সবাই রাষ্টের নাগরীক।
    Total Reply(0) Reply
  • নীল সাগরের ঢেউ ১১ মে, ২০২০, ৯:৪০ পিএম says : 0
    স্বাস্থবিধি মেনে গনপরিবহণও চলাচলের ব্যবস্থা করা হোক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
৫ নভেম্বর, ২০২২
২ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ