বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের দেলদুয়ারে ঢাকা ফেরত একটি প্লাস্টিক কারখানায় কর্মরত শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে করোনা ভাইরাসে আক্রান্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশনে চিকিৎসাধীন টাঙ্গাইল সদর স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের সহকারি সার্জন ডা. মানসুর আব্দুল্লাহ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় মোট আক্রান্ত ৫১ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছন।
তিনি জানান, নতুন ৭৪ জনসহ ১৯৩২ জন হোমকোয়ারেন্টাইনে রয়েছে। গত ২৪ ঘন্টায় ৮১ জনের নমুনা পাঠানো হয়। তাদের মধ্যে একজনের শরীরে করেনা ভাইরাস সনাক্ত হয়। বাকি ৮০ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এদিকে ২৫৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে।
জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জানান, হাসপাতালে সর্বমোট ১২ জন রোগী এ পর্যন্ত ভর্তি হয়। তাদের মধ্যে ৫ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।