বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের রাউজানে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রোববার ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় যে ৩৫ জনের সংক্রমণ পাওয়া গেছে তাদের একজন রাউজানের বাসিন্দা বলে জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি।
জানা যায়, করোনা সংক্রমিত ব্যক্তির বাড়ি ডাবুয়া ইউনিয়নের কান্দিপাড়ায়। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সর্দি, কাশি, জ্বর নিয়ে গত ১ মে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কিছুটা সুস্থ হলে ৯ মে বাড়ি ফিরে আসেন। আগে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাগারে পাঠানো হয়।
রাউজানের প্রথম করোনা আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।